আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাজোল হাতি মারি উচ্চ বিদ্যালয়ে ফুটবল খেলা ছাত্রীদের মধ্যে সম্মান পত্র প্রদান।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- মালদার জেলার গাজোল টু এর প্রধান অর্মিলা রাজবংশীর উদ্যোগে শনিবার বৈকাল পাঁচটা নাগাদ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাজোল হাতি মারি উচ্চ বিদ্যালয়ে ফুটবল খেলা ছাত্রীদের মধ্যে সম্মান পত্র দেন এর পাশাপাশি ৫০ অধিক খেলার জার্সি ও পেন দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংবর্ধনা দেন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোল টু প্রধান আর্মিরা রাজবংশী,হাতি মারি উচ্চ বিদ্যালয় প্রেসিডেন্ট অনন্ত কুমার ঘোষ, গ্রাম পঞ্চায়েত প্রতিমা রাজবংশী,গোবর্ধন সরকার অন্যন্যরা। গাজোল টু প্রধান আর্মিরা রাজবংশী বলেন নারী শক্তি বড় শক্তি এদিন আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে গাজলের হাতি মারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে ৫০ অধিক খেলার জার্সি সম্মান পত্র পেন দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাদের সংবর্ধনা জানানো হয়। নারী হচ্ছে আমাদের জগতের মাতা,তাই নারী শক্তি বড় শক্তি নারীদের সম্মান করো শ্রদ্ধা করতে হবে এগিয়ে চলতে হবে আগামী দিনের ভবিষ্যৎ।

