আন্তর্জাতিক নারী দিবসে বুনিয়াদপুরে শুভেচ্ছা যাত্রা অনুষ্ঠিত হল দক্ষিন দিনাজপুর মহিলা তৃণমূলের ডাকে।
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নারী দিবসের ৫০ বছরে দিদি বাংলার ঘরে ঘরে। এই স্লোগান সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসে বুনিয়াদপুরে শুভেচ্ছা যাত্রা অনুষ্ঠিত হল দক্ষিন দিনাজপুর মহিলা তৃণমূলের ডাকে।
সুস্থ সমাজ কিংবা শিক্ষিত দেশ গড়তে মায়ের ভূমিকা সবথেকে বেশি। আর রাজ্যের ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের স্বাবলম্বী এবং শিক্ষিত করতে বহু প্রকল্প বাস্তবায়িত করেছেন। গোটা রাজ্যের পাশাপাশি আন্তর্জাতিক নারী দিবসে দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী স্নেহলতা হেমরমের নেতৃত্বে শনিবার বুনিয়াদপুর পৌর এলাকায় শুভেচ্ছা যাত্রা অনুষ্ঠিত হলো। মিছিল গোটা বুনিয়াদপুর শহর পরিক্রমা করে। এই মিছিলে গোটা জেলা থেকে অগণিত মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা অংশগ্রহণ করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব,গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্র, বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
এই বিষয়ে মহিলা তৃণমূল কংগ্রেস জেলা সভানেত্রী স্নেহলতা হেমরম জানান….

