আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস সেই উপলক্ষে মালদা জেলার গাজোল নির্মল যোগ সংঘের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি।
নিজস্ব সংবাদদাতা, মালদা:- আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস সেই উপলক্ষে মালদা জেলার গাজোল নির্মল যোগ সংঘের পক্ষ থেকে শনিবার সকাল সাতটা নাগাদ গাজোলের বামনগোলা মোড় সংলগ্ন একটি ময়দানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠিত হয়।এমনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নির্মল যোগ সংঘের সভাপতি নির্মল কুমার সাহা,সুনীল মণ্ডল ও অয়ন আচার্য্য, নীরেশ ওরাও ,সহ অন্যান্যরা ।জানা গিয়েছে,এদিন আন্তর্জাতিক নারী দিবস রয়েছে। প্রথমে ওই ময়দানে সকল নারীরা যোগা আসন করেন।এরপর যোগা মাঠে নারীদেরকে আসনে বসিয়ে ফুল ছিটিয়ে সম্মান শ্রদ্ধা জানানো হয়। এরপর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একাধিক নারীরা বক্তব্য রাখেন।নির্মল যোগা সংঘের গুরুজি বলেন ,নারী আমাদের মহাশক্তি ,নারীকে অপমান করা যাবে না। নারীদের সম্মানিত করতে হবে। নারীদের শ্রদ্ধা দিতে হবে। সমাজের বুকে মহান বার্তা ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ।

