ভোটার তালিকায় বড়সড় গরমিলের অভিযোগ উঠল বালুরঘাট ব্লকের হ্যালো অমৃত খণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকায়।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : ভোটার তালিকায় বড়সড় গরমিলের অভিযোগ উঠল বালুরঘাট ব্লকের হ্যালো অমৃত খণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকায়। বুধবার গ্রাম পঞ্চায়েত প্রধান দেবদূত বর্মন স্কুটনি করতে গিয়ে চমকে যান। তাঁর দাবি, পরিতোষ সরকারসহ পাঁচজন ভোটারের এপিক নম্বরের সাথে ভিন রাজ্যের ভোটারদের নম্বর মিলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ভোটার তালিকা খতিয়ে দেখতে বেরিয়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আনেন। বিষয়টি তিনি উচ্চতর নেতৃত্বের কাছে পাঠাবেন বলে জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটার তালিকার এই গরমিল কি শুধুই কারিগরি ত্রুটি, নাকি এর পেছনে অন্য কোনও কারণ লুকিয়ে আছে— সে নিয়েই শুরু হয়েছে জল্পনা।

