রমজানে অসহায় রোজদারদের জন্য ইফতার বিতরণ করল হিন্দু-মুসলিম ছাত্রীরা, কচি কাঁচা দের এই উদ্যোগে আপ্লুত গোটা এলাকা।
আবদুল হাই, বাঁকুড়াঃ রমজানে অসহায় রোজদারদের জন্য ইফতার বিতরণ করল হিন্দু-মুসলিম ছাত্রীরা, কচি কাঁচা দের এই উদ্যোগে আপ্লুত গোটা এলাকা।রমজান মাসের পবিত্রতা ও মাহাত্ম্যকে আরো বিশেষ করে তুলল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাহাড়পুর গ্রামের একদল ছাত্রীর মানবিক উদ্যোগ। দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির হিন্দু-মুসলিম ছাত্রীরা একসঙ্গে মিলিত হয়ে দুঃস্থ ও অসহায় রোজদারদের জন্য ইফতারের ব্যবস্থা করল, যা সত্যিই প্রশংসনীয়।
ধর্মের বেড়াজাল ভেঙে তারা সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে বাড়ি বাড়ি গিয়ে রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দিল। তাদের ইফতার প্যাকেটে ছিল বিভিন্ন ধরনের ফল, মাজা ও লুচি, যা পেয়ে রোজাদারদের মুখে ফুটে উঠেছিল তৃপ্তির হাসি।
এই উদ্যোগ শুধু একটি দান নয়, বরং সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত। বর্তমান সমাজে যেখানে ধর্মীয় বিভেদ নিয়ে নানা অপ্রীতিকর ঘটনা ঘটে, সেখানে এই ছাত্রীরা প্রমাণ করল যে মানবতা সবকিছুর ঊর্ধ্বে। স্থানীয় বাসিন্দারা তাদের এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে এমন উদ্যোগ আরও বড় পরিসরে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ছাত্রীদের এই প্রচেষ্টা সমাজের অন্যান্য তরুণদের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে, যা মানুষে মানুষে সৌহার্দ্য ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেবে।

