ভাটপাড়া পঞ্চায়েতের গাজীপুর এলাকায় নবনির্মিত সাবমারসিবল পাম্পের উদ্বোধন করলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট বিধানসভার ভাটপাড়া পঞ্চায়েতের গাজীপুর এলাকায় নবনির্মিত সাবমারসিবল পাম্পের উদ্বোধন করলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী। বিধায়ক তহবিলের ৫ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই পাম্প স্থানীয় কৃষকদের সেচের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন এলাকাবাসী।

বিধায়ক লাহিড়ী জানান, “এই পাম্প স্থাপনের ফলে এলাকার কৃষকদের দীর্ঘদিনের জলসংকটের সমস্যা মিটবে। আগামী দিনেও কৃষকদের উন্নয়নের জন্য আরও উদ্যোগ নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দাদের মতে, বর্ষাকালে জল জমে থাকলেও শুষ্ক মরসুমে সেচের অভাবে ফসল চাষে সমস্যা হতো। এই পাম্পের মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে বলে তাঁদের আশা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় পঞ্চায়েত সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁরা জানান, কৃষকদের স্বার্থে এই ধরনের উন্নয়নমূলক কাজ ভবিষ্যতেও চলতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *