পতিরাম থানার পোল্লাপাড়া এলাকায় রবিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনা।
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পতিরাম থানার পোল্লাপাড়া এলাকায় রবিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনা। রাস্তায় দাঁড়িয়ে থাকা বিধায়ক বুধরাই টুডুর অদূরেই দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয়। অল্পের জন্য রক্ষা পান তিনি। বিধায়কের দাবি, ওই দুষ্কৃতীদের মূল লক্ষ্য ছিলেন তিনিই। ঘটনার পরই তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। কারা এই হামলার পেছনে, কী উদ্দেশ্যে আগুন লাগানো হয়েছে, তা জানতে পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে। বিধায়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এলাকাবাসীর একাংশ বলছে, এটি পরিকল্পিত ষড়যন্ত্র।

