গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের স্টেশন পাড়াতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে রবিবার সূচনা করা হলো শ্রী শ্রী মহাপ্রভুর নাম সংকীর্তন ও বারোয়ারী মেলা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের স্টেশন পাড়াতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে রবিবার সূচনা করা হলো শ্রী শ্রী মহাপ্রভুর নাম সংকীর্তন ও বারোয়ারী মেলা, এই বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রায় শতাধিক মহিলা এবং পুরুষ পা মিলিয়েছেন, এই দিন এই বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা শহর পরিক্রমা করে,জানা গিয়েছে নয় দিন ধরে চলবে এই বারোয়ারি মেলা,বারোয়ারি মেলার পাশাপাশি বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানের ও আয়োজন করা হয় মেলা কমিটির পক্ষ থেকে, সব মিলিয়ে আগামী ৯ দিন জমজমাট থাকবে স্টেশন পাড়ার ময়দান।

