এক ব্যক্তিকে গ্রেফতার, তার কাছ থেকে চারটি সেভেন এম এম পিস্তল, চারটি ম্যাগাজিন ও চারটি বুলেট সহ একটি মোটর বাইক উদ্ধার করা হয়।
নিজস্ব সংবাদদাতা, মালদা——-আগ্নেয় অস্ত সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো রতুয়া থানার পুলিশ। ধৃতের নাম রাজ্জাক শেখ ওরফে টোটা (৩৫)। বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার দৌলতপুর গ্রামে। কার কাছ থেকে চারটি সেভেন এম এম পিস্তল, চারটি ম্যাগাজিন ও চারটি বুলেট সহ একটি মোটর বাইক উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে আদালত দশ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। চাঁচল এস ডি পি ও সোমনাথ সাহা জানিয়েছে রতুয়ার মহানন্দটোলা ফাঁড়ির পুলিশ নাকাট্টি ব্রেজে নাকা চলাচ্ছিল। সেই সময় রাজ্জাক শেখ এবং তার একজন সঙ্গী বিহারের দিক থেকে রতুয়ার অভিমুখে আসছিল। তার মধ্যে একজন পুলিশের নাকা দেখে মোটরবাইক থেকে নেমে পালিয়ে যায়। তাতেই পুলিশের সন্দেহ হয়। এবং রাজ্জাককে মোটরবাইক সহ ধরে ফেলে। তার কাছে তল্লাশি চালিয়ে চারটি সেভেন এমএম পিস্তল, চারটি ম্যাগাজিন এবং চারটি কার্তুজ উদ্ধার হয়। পলাতক অভিযুক্তের খোঁজ চলছে। পুলিশ আরো জানিয়েছে তারা বিহার থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ এনে এপারে বিক্রি চক্রের সঙ্গে যুক্ত রয়েছে। এই পাচার চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এবং এই অবৈধ অস্ত্র কোথায় পাচার করা উদ্দেশ্য ছিল পাশাপাশি ওপর পলাতক ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তিনি আরো জানিয়েছেন বেআইনি অস্ত্র কারবার রুখতে বিভিন্ন জায়গায় পুলিশের নাকা চেকিং চলছে। যেহেতু বিহার থেকে বাংলায় অবৈধ অস্ত্র ডুকছে তার জন্য বিহার পুলিশের সাথে যোগাযোগ রাখা হয়েছে।

