বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মালদার রতুয়া-১নং ব্লকের চাঁদমুনি-২নং গ্রাম পঞ্চায়েতের খোঁজ খামার মাঠ এলাকায়।
নিজস্ব সংবাদদাতা, মালদা—-বিদ্যুৎ ট্রান্সফরমারের পাশে ধানের জমি থেকে উদ্ধার বিদ্যুৎ দপ্তরের এক ঠিকা কর্মীর নিথর দেহ। ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর অনুমান পরিবারবর্গ সহ স্থানীয়দের। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার রতুয়া-১নং ব্লকের চাঁদমুনি-২নং গ্রাম পঞ্চায়েতের খোঁজ খামার মাঠ এলাকায়। জানা গেছে, মৃতের নাম পিন্টু আলম, বয়স ৪০ বছর। বাড়ি রতুয়া-২নং ব্লকের ছোটো সম্বলপুর গ্রামে। তিনি পেশায় ছিলেন বিদ্যুৎ দপ্তরের ঠিকাকর্মী। তিনি সামসী বিদ্যুৎ দপ্তরে ঠিকাদার সংস্থার অধীনে কাজ করতেন। সোমবার বিকালের দিকে তিনি বাড়ি থেকে বের হন। এরপর রাত আটটা নাগাদ পরিবারের লোকজনেরা খবর পান পিন্টুর নিথর দেহ পড়ে রয়েছে রতুয়া-১নং ব্লকের চাঁদমুণি-২নং অঞ্চলের খোঁজ খামার মাঠে। এই খবর পেয়ে পরিবারবর্গ ঘটনাস্থলে ছুটে যান। সেই সঙ্গে পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌছান। প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। ঘটনায় স্থানীয় বাসীন্দা সহ পরিবারবর্গের অনুমান, হয়ত কেউ বা কারা তাকে বিদ্যুতের কাজ করার ডেকেছিল। এরপর সেই কাজ করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনায় সামসী বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার শুভেন্দু চৌধুরী জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে বিদ্যুৎ শাট ডাউন করে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তবে সোমবার ওই ঠিকাকর্মী ছুটিতে ছিলেন। তাই কে বা কারা তাকে কাজের জন্য ডেকেছিল তা তদন্ত সাপেক্ষ।

