জীবন হাতে নিয়ে ঝুঁকিপূর্ণভাবে এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার মানুষজন পারাপার হচ্ছে, রেল গেটের দাবীতে বিক্ষোভ।
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জীবন হাতে নিয়ে ঝুঁকিপূর্ণভাবে এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার মানুষজন পারাপার হচ্ছে রেললাইন, এলাকাবাসীদের দাবি এখানে একটি রেল গেট তৈরি করার দীর্ঘদিনের, কিন্তু বহুবার রেল আধিকারিককে জানিও কোন সূরাহা মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের, স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার ছাত্রছাত্রী ও খুদে পড়ুয়ার জীবন হাতে নিয়ে রেল লাইন পারাপার করে স্কুলে বা কলেজে যেতে হয়, এই কারণে আমরা খুব চিন্তিত, আমাদের দাবি একটি রেলগেট তৈরি করে দেওয়ার, কিন্তু বহুবার রেল আধিকারিককে জানিও কোন সুরাহা না মেলায় আজ অর্থাৎ রবিবার রেল অবরোধ করতে বাধ্য হয়েছি, পাশাপাশি তাদের দাবি যতক্ষণ না উচ্চপদস্থ রেল আধিকারিকরা এসে তাদের এই দাবি না মানে ততক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবে, ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে উপস্থিত হয় কোলাঘাট থানার পুলিশ ও রেল পুলিশ

