পরিকাঠামো উন্নতির দাবিতে শুক্রবার দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ, ১০ দফা দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে শিক্ষানীতির আওতায় আনা ও পরিকাঠামো উন্নতির দাবিতে শুক্রবার দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। সারা বাংলা অঙ্গনওয়াড়ি ও সহায়িকা কর্মী সমিতির পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এবং ১০ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলাশাসকের হাতে তুলে দেওয়া হয়। অঙ্গনওয়াড়ি কর্মীরা দাবি করেন, কেন্দ্রগুলোর পরিকাঠামো উন্নত করতে হবে এবং সেগুলোকে শিক্ষা নীতির আওতায় আনতে হবে যাতে শিশুদের আরও ভালো মানের শিক্ষা ও পুষ্টি প্রদান করা যায়। পাশাপাশি, কর্মরত অবস্থায় কেউ মারা গেলে তার পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার দাবিও ওঠে।
জেলা সম্পাদিকা জানান “আমরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছি, কিন্তু এখনো কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি। সরকার আমাদের ন্যায্য দাবি পূরণ না করলে আন্দোলন আরও তীব্র হবে।”
এদিন বিক্ষোভ ঘিরে জেলাশাসক কার্যালয়ের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া নজরদারি চালানো হয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
অঙ্গনওয়াড়ি কর্মীদের এই দাবিগুলি সরকারের কাছে কতটা গুরুত্ব পাবে, তা এখন দেখার বিষয়। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হলে তারা আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন।

