বাহান্ন একর জমিতে ধানগেড়ে আলের উপর লাল ঝান্ডা লাগিয়ে নিজেদের অধিকার আবারো বুঝে নিলো গ্রামবাসিগন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জোদ্দারদের, দালাল ও লেঠেল বাহিনীকে হটিয়ে বৈধ বর্গাদার ও পাট্টাধারিরা নিজেদের জমির অধিকার পুনপ্রতিষ্ঠা করলো বালুরঘাট ব্লকের ডাঙ্গা পঞ্চায়েতের গ্রামবাসীগন সারা ভারত কৃষক সভার নেতৃত্বে। প্রায় বাহান্ন একর জমিতে ধানগেড়ে আলের উপর লাল ঝান্ডা লাগিয়ে নিজেদের অধিকার আবারো বুঝে নিলো গ্রামবাসিগন মঙ্গলবার দুপুরে। কয়েকদিন ধরে চলছিল বৈধ বর্গাদার ও খাস জমির পাট্টাধারিদের উপর জমির দালাল ও মালিক পক্ষের লেঠেল বাহিনীর ভয় দেখানো সহ চোরা গোপ্তা আক্রমন। এমনকি তীর ধনুক নিয়েও আক্রমনাত্বক হতেও দেখা গিয়েছে জমি দখল করতে। খবর চলে যায় এলাকার কৃষক সভার নেতৃত্বের কাছে।স্থানীয় কৃষক নেতৃত্ব ও গ্রামবাসীগন একত্রিত হয়ে পালটা লাঠি ও লাল ঝান্ডা হাতে জমিতে নেমে পড়তেই জমির দালাল সহ দুস্ক্রিতিগন পালিয়ে যায়। স্থানীয় গ্রামবাসী সুত্রে জানাযায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ডাঙ্গা পঞ্চায়েতের ধলতারা, চক বিজয়শ্রী ও মাধবপাড়া মৌজায় প্রায় বাহান্ন একর জমি বাম আমলে বৈধ বর্গাদারদের নামে বর্গা রেকর্ড হয়।সেখানে কিছু বৈধ পাট্টাধারি জমির মালিকও আছে। সেই জমিগুলি এতদিন তারা চাষবাস করে আসছে। অনেকেই বাপ ঠাকুরদার বর্গা জমিতেই জিবীকা নির্বাহ করছে। হটাৎ দু’ দিন আগে গ্রামে কিছু বহিরাগত দুস্ক্রিতি তীর, ধনুক, লাঠি ইত্যাদি নিয়ে জমি দখলে নেমে পড়ে। গ্রামবাসীগন হটাৎ আক্রমনে সামান্য বিচলিত হলেও সারা ভারত কৃষক সভার নেতৃত্বে একত্রিত হয়ে পালটা লাঠি ও ঝান্ডা নিয়ে জমি পুন:দখলে নেমে পড়লে দুস্ক্রিতিরা রনে ভঙ্গ দিয়ে পালিয়ে যায়। ইতিমধ্যে বালুরঘাট থানায় দুস্ক্রিতিদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নিজেদের জমি সহ পরিবারের সুরক্ষা দিতে পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে গ্রামবাসীগন। মঙ্গলবার দুপুরে ওই এলাকার বৈধ বর্গাদার ও বৈধ পাট্টাধারিরা ধলতারা গ্রামের ওই জমিতে ঝান্ডা পুঁতে সভা করলো সারা ভারত কৃষক সভার নেতৃত্বে। তারা নিজেদের জমির আল দিয়ে মিছিল করে কৃষক সভার ঝান্ডা নিয়ে। দুস্ক্রিতিদের দ্বারা জমিতে বোনা ধান উপরে ফেলে পুনরায় নতুন করে তাদের ধানের চাড়া রোপণ করলো বেশ কিছু কৃষক। এদিন গ্রামবাসী চন্দনপাল, দেওয়ান মুর্মু বলেন…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *