বৃহস্পতিবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদার ইংরেজবাজার থানার নরহাট্টার আনন্দিপুর এলাকায়।
নিজস্ব সংবাদদাতা, মালদা–-শ্বশুরবাড়িতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ আনলেন মৃতার বাপের বাড়ির পরিবারবর্গ। বৃহস্পতিবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদার ইংরেজবাজার থানার নরহাট্টার আনন্দিপুর এলাকায়। স্থানীয় সূত্রে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হওয়ার কারণে স্ত্রী আমেলী খাতুনকে গলায় ফাস ঝুলিয়ে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে , ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় মৃতার শাশুড়িকে আটক করে পলাতক স্বামী ও শ্বশুরের খোঁজে তদন্ত শুরু করল ইংরেজবাজার থানার পুলিশ।’

