বাঁকুড়া জেলার সোনামুখী শহরের সোনামুখী বি জে হাইস্কুল মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন স্কুল থেকে ৫৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

আবদুল হাই, বাঁকুড়াঃ– আজ ১০ ই ফেব্রুয়ারি রাজ্য জুড়ে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। চলবে ২২ শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবার পরীক্ষার্থীর সংখ্যা ৯,৮৪,৭৫৩ জন । গতবারের থেকে ৬০ হাজারের কিছু বেশি। বাঁকুড়া জেলার মোট পরীক্ষার্থী ৮৪,৪৭৬ জন। ছাত্র২১৯৪৫ জন ।ছাত্রী২৬৫৩১ জন ।মোট পরীক্ষা কেন্দ্র ১১৫ ।এদিন বাঁকুড়া জেলার সোনামুখী শহরের সোনামুখী বি জে হাইস্কুল মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন স্কুল থেকে ৫৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।