দক্ষিণ দিনাজপুর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৩২০ জন ।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-১০ ফেব্রুয়ারি সোমবার থেকে সারা রাজ্যের সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলাতেও অনুষ্ঠিত হতে চলেছে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। এবছর জেলায় ১১ টি মেইন ভেন্যু ও ৪২ টি সাব ভেন্যু মিলিয়ে মোট পরীক্ষা গ্রহণ কেন্দ্রের সংখ্যা ৫৩ টি । এই পরীক্ষা কেন্দ্রগুলিতে এবছর মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছেন মোট ১৭৩২০ জন পরীক্ষার্থী । এর মধ্যে রেগুলার ছাত্রের সংখ্যা ৭০৭৪ এবং ছাত্রীর সংখ্যা ৮৬৮৯ জন। এছাড়াও এবছর পরীক্ষায় বসছেন সিসি ছাত্র হিসাবে ৩৭০ জন , ছাত্রী ১১৭১ জন । কম্পার্টমেন্টাল পরীক্ষার্থী হিসেবে ছাত্র থাকছেন ৬ জন এবং ছাত্রী ১০ জন । সর্বমোট দক্ষিণ দিনাজপুর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৩২০ জন । এবছর ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা গ্রহণ শুরু হবে সকাল ১০:৪৫ মিনিটে , শেষ হবে দুপুর ২ টায় ।

এদিন মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জোরদার ট্রাফিক ব্যবস্থা করা হয় জেলা জুড়ে। পাশাপাশি বালুরঘাটে মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে পুলিশের পক্ষ থেকে গোলাপ ফুল ও পেন দেওয়া হয়, প্রত্যেক পরীক্ষার্থীর হাতে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পক্ষ থেকে মাধ্যমিক হেল্প ডেস্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *