গঙ্গারামপুর শহরের সুভাষপল্লী এলাকার এক স্কুল শিক্ষকের গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য।
নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর:- স্কুল শিক্ষকের গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য।গঙ্গারামপুর শহরের সুভাষপল্লী এলাকার ঘটনা। মানসিক অবসাদের কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই শিক্ষক বলে খবর। এদিন এমন ঘটনায় কান্নায় ভেঙে পড়ে মৃত শিক্ষকের পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে মৃত স্কুল শিক্ষকের নাম প্রভাত পাল (৫০) তার বাড়ি বংশীহারি থানার দৌলতপুর এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় ভূগোল বিভাগের শিক্ষকতা করছেন। পেশার তাগিদে গঙ্গারামপুর শহরের সুভাষপল্লী এলাকায় ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন তিনি।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন প্রভাত বাবু।এরই মাঝে শুক্রবার রাতে বাড়ির পাশের একটি গ্যারেজে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হবার চেষ্টা করে তিনি। বিষয়টি পরিবারের লোকজন জানতে পারলে তড়িঘড়ি খবর দেয় গঙ্গারামপুর থানায়।পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ওই শিক্ষককে। ঘটনার পর আজ শনিবার শিক্ষকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এদিকে সহকর্মীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিদ্যালয়ে।

