এলাকায় লিচু বাগান থেকে উদ্ধার এক মহিলার ঝুলন্ত মৃত্যু দেহ।

নিজস্ব সংবাদদাতা, মালদা—–কালিয়াচক থানা এলাকায় লিচু বাগান থেকে উদ্ধার এক মহিলার ঝুলন্ত মৃত্যু দেহ। মৃত্যু দেহটি উদ্ধার হয়েছে কালিয়াচক থানার কালিকাপুর রেলব্রিজের নিকট এক লিচুর বাগানে মধ্যে থেকে ঝুলন্ত মৃত্যু দেহ উদ্ধার করে কালিয়াচকের সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা ওই মহিলাকে মৃত্যু বলে ঘোষণা করলে। মৃত্যু দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কালিয়াচক থানার পুলিশ।স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, সকালবেলা আমি খবর পাই বিস্কিট কয়েকজন কৃষক লিচুর বাগানে যাওয়ার পথে একজন মহিলার দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে লিচু বাগানে।সেই খবর পাওয়া পড়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় । তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ওই মহিলাকে স্থানীয় লোকজন কেউ চিনতে পারেনি।যদিও পুলিশ তদন্ত শুরু করেছে।