ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে ড্রেন প্রকল্পের কাজ শুরু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা, মালদা : —- শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে ড্রেন প্রকল্পের কাজ শুরু হয়েছে।
অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর, মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার এলাকা সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে বৃষ্টিতে। এলাকাবাসীর দাবি ছিল জল নিকাশির। শহরবাসীর দাবি অনুযায়ী জোর কদমে শুরু হয়েছে ড্রেন প্রকল্পের কাজ। মঙ্গলবার দুপুরে ইংরেজবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামনগর কাচারি বাইপাস সেতু সংলগ্ন এলাকা পরিদর্শন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাসের ধার দিয়ে নিয়ন্ত্রিত বাজার চত্বর থেকে ড্রেন মিলবে মহানন্দা নদীতে। ইতিমধ্যে ড্রেনের কাজ শুরু হয়েছে। সরে জমিনে কাজ খতিয়ে দেখেন পুরপ্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন পুর আধিকারিকরা।
ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর, মালদা নিয়ন্ত্রিত বাজার চত্বর সহ বিভিন্ন এলাকা বর্ষার সময় জলমগ্ন হয়ে পড়ে। বিভিন্ন এলাকার জল নিকাশির জন্য শুরু হয়েছে হাই ড্রেন তৈরির কাজ। আগামী মরশুমে ড্রেনের কাজ শেষ হবে বলে জানান, ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।