নিখোঁজ বৃদ্ধার এখনও পর্যন্ত কোন হদিশ না মেলায় চরম দুশ্চিন্তায় পরিবারবর্গ।
নিজস্ব সংবাদদাতা, মালদা—-কুম্ভমেলায় পুণ্যস্নানে গিয়ে পদপিষ্টের ঘটনার রাত থেকে নিখোঁজ মালদার এক ষাটোর্ধ্ব উর্ধ্ব বৃদ্ধা। নিখোঁজ বৃদ্ধার এখনও পর্যন্ত কোন হদিশ না মেলায় চরম দুশ্চিন্তায় পরিবারবর্গ। জানা গেছে, নিখোঁজ বৃদ্ধার নাম অণিতা ঘোষ। বাড়ি মালদা শহরের বুড়াবুড়িতলা সংলগ্ন উত্তর কৃষ্ণপল্লী এলাকায়। তার পরিবার সূত্রে খবর তিনি গত সোমবার বেশ কয়েকজন আত্মীয় স্বজন ও সঙ্গী-সাথীর সঙ্গে…

