গড়বেতা তিন নম্বর ব্লকের ৫ নম্বর সাতবাঁকুড়া অঞ্চলের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাবচা নবকলা হাইস্কুলে দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পের আয়োজন করা হয়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ৫ নম্বর সাতবাঁকুড়া অঞ্চলের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাবচা নবকলা হাইস্কুলে দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পের আয়োজন করা হয় শুক্রবার, এইদিন এই ক্যাম্পের পরিদর্শন করলেন BDO দীপাঞ্জন ভট্টাচার্য, BDM,SI সহ আরতী চক্রবর্তী, এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী রাজীব ঘোষ সহ অন্যান্যরা, প্রসঙ্গত সাধারণ মানুষের আরো সরকারি সুযোগ-সুবিধা দুয়ার গোড়ায় পৌঁছে দিতে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে এলাকায় এলাকায় দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প।