সাধারণ মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে হাজির হন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের ন নম্বর ওয়ার্ডের কর্নেলগোলা শ্রী নারায়ণ বিদ্যাভবন বালিকা বিদ্যালয় দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পের আয়োজন করা হয় মঙ্গলবার, এদিন সাধারণ মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে হাজির হন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া, প্রসঙ্গত সাধারণ মানুষের সুবিধার্থে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে রাজ্য জুড়ে চালু হয়েছে দুয়ারে সরকার , এদিন এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পারভেজ আহমেদ সিদ্দিকী, মেদিনীপুর মহকুমা শাসক মধুমিতা বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান, ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসু সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ।