মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর রাধানাটথটোলা মদের আসরে গুলি, গুলিবিদ্ধ দুইজন।

নিজস্ব সংবাদদাতা, মালদা—মালদায় আবারও শুট আউট ঘটনায় উত্তেজিত এলাকায়, মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর রাধানাটথটোলা মদের আসরে গুলি। গুলিবিদ্ধ দুইজন এদের মধ্যে প্রদীপ কর্মকার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।নিরঞ্জন দাস গুলিবিদ্ধ অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভর্তি রয়েছে।জানা গিয়েছে মদ ধার না দেওয়ায় গুলি করে বলে খবর লেখা পর্যন্ত যানা গিয়েছে ।