মোটরবাইক আরোহী,টোটো চালক লরি চালক থেকে শুরু করে সকলকেই থামিয়ে থামিয়ে রেডিয়াম স্টিকার গাড়ি গুলোতে লাগানো হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-মালদা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেডের পক্ষ থেকে সোমবার দুপুর বারোটা নাগাদ ১২ নম্বর জাতীয় সড়কের কদু বাড়ি বাস স্টান্ড সড়ক নিরাপত্তা মাস কর্মসূচি গ্রহণ করা হয়েছে।জাতীয় সড়ক পেট্রোলিং আধিকারিকেরা সকলে উপস্থিত ছিলেন। এদিন পথ চলতি মানুষদের সঠিক রুটে যাবার বার্তা দেওয়া হয়। জানা গেছে,অভিযোগ,জাতীয় সড়কে অনেকেই ভুল রুটে যাতা য়াত করছেন। এই ভুল রুঢে যাতায়াত করার কারণে নিয়ত দুর্ঘটনা ঘটছে। এ নিয়ে অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে। এ জাতীয় সড়ক পেট্রোলিং আধিকারিক অমল চন্দ্র সরকার বলেন এই দুর্ঘটনার হাত থেকে বাঁচতে ভুল রাস্তা দিয়ে না গিয়ে সঠিক রাস্তা দেখানোর উদ্দেশ্যে এমনই উদ্যোগ নেওয়া হয়েছে। মোটরবাইক আরোহী,টোটো চালক লরি চালক থেকে শুরু করে সকলকেই থামিয়ে থামিয়ে রেডিয়াম স্টিকার গাড়ি গুলোতে লাগানো হচ্ছে। রাত্রিতে চালকদের চোখের দৃষ্টিতে নজর আস্তে দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়ার জন্য।