পিংবনী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ’ বীরাঙ্গনা রানী শিরোমনি ‘ নাটক টি।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ২৩ জানুয়ারী দেশনায়ক নেতাজীর শুভ জন্মবার্ষিকী তে পশ্চিম মেদিনীপুর জেলার পিংবনী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ’ বীরাঙ্গনা রানী শিরোমনি ‘ নাটক টি বিদ্যালয়ের সুন্দর পরিবেশে অসংখ্য দর্শক সমাগমে প্রায় ৭৪ জন কলা কুশলী কে নিয়ে পরিবেশিত হল নাটকটি যার পরিচালক মাননীয় নাট্যকার শ্রীসুরজিৎ সেন ।এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কার্য কারন কমিটির সদস্যবৃন্দ এই নাটকটি দেখার পর উচ্ছ্বসিত হয়ে বলেন রানী শিরোমনি র ইতিহাসের যেন এক জ্বলন্ত দলিল তাঁরা প্রত্যক্ষ করলেন ।
এই অনুষ্ঠানে তরুণ থিয়েটার কার্যকরী সভাপতি মাননীয় শ্রী সত্যব্রত দলুই সহ তরুণ থিয়েটারের অন্যতম কর্ণধার শ্রী অরুণাভ প্রহরাজ মহাশয় , মাননীয় আবু সিদ্দিক মহাশয় , মহাশয় বিদ্যালয়ের কমিটির সদস্যদের দ্বারা সংবর্ধিত হন
।তরুণ থিয়েটারের অপর একটি প্রযোজনা ‘ লাগ ভেলকি লাগ ’ মঞ্চস্থ হয় পূর্ব মেদিনীপুর ভোগপুরে যার পরিচালক মাননীয় শ্রী সুরজিৎ সেন ।
উপস্থিত অসংখ্য দর্শকদের করতালি ই বলে দেয় যে নাটকটি তাদের কতটা মন জয় করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *