দুয়ারে প্রশাসন নিয়ে সাধারণ মানুষের কি কি সমস্যা, অভাব-অভিযোগ ও সমস্যার কথা শুনলেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া ও জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।
নিজস্ব সংবাদদাতা, মালদা—মুখ্যমন্ত্রী পছন্দের পরিষেবা দুয়ারে সরকার। আবারো সাধারণ মানুষকে পরিষেবা দিতে শুরু হয়েছে দুয়ারে সরকার।দুয়ারে সরকার শিবিরকে ঘিরে দুয়ারে প্রশাসন ব্যবস্থা নজরে এল মালদার গাজোলে। গাজোলের দেওতলা এলাকায় দুয়ারে সরকার শিবির পরিদর্শন করে দুয়ারে প্রশাসন নিয়ে সাধারণ মানুষের কি কি সমস্যা, অভাব-অভিযোগ ও সমস্যার কথা শুনলেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া ও জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। সঙ্গে ছিলেন গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, জেলাপরিষদ সদস্য সাগরিকা সরকার সহ অন্যান্য আধিকারিকেরা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে শুক্রবার ২৪শে জানুয়ারি থেকে সারা রাজ্যের সাথে মালদাতেও শুরু হয়েছে নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবির। যা চলবে আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরের প্রথম দিনেই গাজোলের দেওতলা প্রাথমিক বিদ্যালয়ের শিবির পরিদর্শনে যান জেলাশাসক ও জেলা পুলিশ সুপার। তারা প্রথমে শিবিরের কাজকর্ম ঘুরে দেখেন। সাধারণ মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন কিনা সেই ব্যাপারে খোঁজখবর নেন। এরপর তারা দুয়ারে সরকার শিবিরের মধ্যে দুয়ারে প্রশাসন ব্যবস্থা নিয়ে হাজির হন। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ‘ও অভাব-অভিযোগের। কথা শোনেন। এবং শোনার পর দ্রুত সেই সমস্ত সমস্যা ও অভাব-অভিযোগ দূর করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন জেলাশাসক নীতিন সিংহানিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

