২২ জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি, সাজো সাজো রব।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে বালুরঘাটে লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন। এদিন ২২ জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি। সেই উপলক্ষে বালুরঘাটে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা, রাম সাজো প্রতিযোগিতা এবং আত্রেয়ী নদীর সদর ঘাটে রাম পূজন, যজ্ঞ অনুষ্ঠান এবং সন্ধ্যায় লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি। মুলত, বালুরঘাটে সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে বসে আঁকো,রাম সাজো, রাম পূজন ও সন্ধ্যা আরতির অনুষ্ঠানের চমক হিসেবে থাকছে লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন। বেনারস থেকে আগত পুরোহিতরা আত্রেয়ী নদীর তীরে সন্ধ্যা আরতি করবেন। পাশাপাশি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।