সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের রায় নিয়ে উচ্চ আদালতে যাওয়া প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অভয়া কাণ্ডে জড়িত মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, তাতে সন্তুষ্ট নয় মুখ্যমন্ত্রী, এবার সেই বিষয় নিয়ে উচ্চ আদালতে যাওয়া প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বুধবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে সিরামের পূণ্যভূমি অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম শ্রী ভগবান রামচন্দ্রের ভব্য রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নন্দীগ্রামে বিশাল বন্যার্ত শোভাযাত্রার আয়োজন করা হয়, সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, পরিশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভয়া কান্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে এভাবেই নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা, তিনি আরো বলেন এখানে তিনজন যেতে পারে, সঞ্জয় রায়ের পরিবার যেতে পারে, ডাক্তার বোনের পরিবার যেতে পারে, রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর কারো যাওয়ার অধিকার নেই, উনি ড্রামা বাজি করে ২৬ এর ভোটের আগে কিভাবে রিপেয়ারিং করবে সেটাই করছেন, পাশাপাশি BSF দের বর্ডারে সাহায্য না করার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এমনটাই অভিযোগ, এবার সেই প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী কে নিশানা করলেন শুভেন্দু, তিনি বলেন এটা দেশবিরোধী কথা, দিল্লী সরকারের ব্যবস্থা নেওয়া উচিত, পাশাপাশি বেকারদের কর্মসংস্থান নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন চপ ভাজতে সেই প্রসঙ্গ নিয়ে তীব্র কটাক্ষ ছুটে দিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।