একটি পূর্ণবয়স্ক হরিণের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের আড়াবাড়ি রেঞ্জের অন্তর্গত আটাবান্দা এলাকায় একটি পূর্ণবয়স্ক হরিণের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় বুধবার আটাবান্দা গ্রামের কাছে রেল লাইনের ১০০ মিটারের মধ্যে একটি পূর্ণবয়স্ক হরিণের মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষজন, এরপর স্থানীয় ও ওই গ্রামের বাসিন্দা তথা পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মদক্ষ অশোক কুমার টুডু’র তৎপরতায় খবর দেওয়া হয় বনকর্মীদের, খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা গিয়ে ওই পূর্ণবয়স্ক স্ত্রী হরিণটিকে উদ্ধার করে, তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান ট্রেন লাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই পূর্ণবয়স্ক হরিণটির।