মুখ্যমন্ত্রীর হাত দিয়ে বিভিন্ন সরকারি প্রকল্প পরিসেবার সূচনা হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২১ জানুয়ারি : মালদা জেলা ক্রীড়া সংস্থা ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শুরুর আগে সকাল থেকেই মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে আসতে শুরু করেন দলীয় কর্মীরা। মুখ্যমন্ত্রী’র কর্মসূচিতে কন্যাশ্রী,যুবশ্রী সহ একাধিক প্রকল্পের প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল করে আসতে দেখা গিয়েছে পড়ুয়ারাদেরও। মালদা শহরের রথবাড়ি থেকে মিছিল করে মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে পৌছেছেন উৎসুক মানুষজন। সেখানেই মুখ্যমন্ত্রীর হাত দিয়ে বিভিন্ন সরকারি প্রকল্প পরিসেবার সূচনা হয়।
এদিন তিনি সরকারি বিভিন্ন প্রকল্প ছাড়াও বার্তা দেন সীমান্ত নিয়ে। বাংলাদেশের সঙ্গে যে কোনও ধরনের ঝামেলা মেটানোর দায় কার্যত বিএসএফের কাঁধেই চাপিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভায় তিনি বলেন, সীমান্তে কোনও ঝামেলা হলে এলাকার মানুষজন যেন সেদিকে না-যান। তার জন্য তিনি সতর্ক করার পাশাপাশি জানান, কোনও হোটেল কিংবা বাড়িতে যেন সমাজবিরোধী কিংবা জঙ্গিরা বাসা বাঁধতে না পারে, সেবিষয়েও সতর্ক থাকতে হবে ৷
সরকারি মঞ্চ থেকে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ আমরা কেউ যেন দাঙ্গা না-করি। ওপার বাংলায় একটু প্রবলেম হচ্ছে বিএসএফের সঙ্গে । বর্ডার দেখার দায়িত্ব বিএসএফের ৷ মনে রাখবেন, বিএসএফের সঙ্গে যদি ওদের বচসা হয়, আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না ৷ আর পুলিশকে বলব, মাইক্রোফোনে ঘোষণা করে বলবেন যে, আমাদের ইন্ডিয়ান লোকেরা এপারে চলে আসুন ৷ বাদবাকিটা প্রশাসন দেখে নেবে। আমি বিশ্বাস করি, হয়তো একদিন আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে। কিন্তু এটা লক্ষ্য রাখবেন, যেন কোনও সমাজবিরোধী, কোনও জঙ্গি, কারও হোটেলে বা কারও বাড়িতে ভাড়া নেওয়ার নাম করে ডেরা বাঁধতে না পারে ৷ কোনও সমাজবিরোধী, তারা যেন ঘুঘুর বাসা বানাতে না পারে। শান্তির বার্তা দিয়ে বলেন,এটা মাথায় রাখতে হবে উন্নয়ন তখনই হয়, যখন শান্তি থাকে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *