মঙ্গলবার দুপুরে তপন ব্লকের গোফানগর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা।

নিজস্ব সংবাদদাতা, তপন (বালুরঘাট), দক্ষিণ দিনাজপুর:- গ্রামের পকেট রুটে মাটি বোঝাই ড্রাম্পার চলতে দেওয়া হবে না, এই দাবিকে সামনে রেখে মঙ্গলবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। মঙ্গলবার দুপুরে তপন ব্লকের গোফানগর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংকীর্ণ রাস্তায় ডাম্পার চলার কারণে সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে, এমনকি মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি ভারী ডাম্পার চলাচলে রাস্তার ক্ষতি হচ্ছে বলেও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের দাবি অবিলম্বে এই রাস্তা দিয়ে ডাম্পার চলাচল বন্ধ না করলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করা হবে।