মঙ্গলবার ড: প্রণব ঘোষ বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অফিসে এসে কাজে যোগদান করেন।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো গড়ে তোলা হবে প্রথম পদক্ষেপ, দায়িত্বভার গ্রহণ করে জানালেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: প্রণব ঘোষ। মঙ্গলবার ড: প্রণব ঘোষ বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অফিসে এসে কাজে যোগদান করেন। যার পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উপাচার্য প্রনব ঘোষ প্রশ্নোত্তরে বলেন আমার প্রথম পদক্ষেপ হবে পরিকাঠামো গড়ে তোলা। তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের যে পদগুলি অত্যন্ত প্রয়োজনীয় যেমন রেজিস্টার, কন্ট্রোলার, ফিনান্স অফিসার, উচ্চ শিক্ষা দপ্তরের সাথে আলোচনা করে সেই পদগুলিতে আমাদের লোক নিয়োগ করতে হবে। এদিন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় বিষয়ে ভবিষ্যৎ-এর পরিকল্পনা বিষয়ে উনার একাধিক ভাবনার কথা তিনি সংবাদমাধ্যমকে জানান। যার মধ্যে উল্লেখযোগ্য হলো ফরেন্সিক সায়েন্সে ডিপ্লোমা ও পোস্ট গ্র‍্যাজুয়েশন কোর্স চালু করার কথা, বি ফার্ম – এম ফার্ম চালু করার কথা, পোস্ট গ্র‍্যাজুয়েট বোর্ড অফ স্টাডিজ তৈরী করার কথা প্রভৃতি। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় বালুরঘাট থেকে অন্যত্র স্থানান্তর হওয়ার সম্ভাবনা নিয়ে বালুরঘাট শহরে গুঞ্জন বিষয়ে এদিন উপাচার্যকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমার প্রথম টার্গেট হবে আমি যেখানে বেশী জমি পাব আমি সেখানে যাব। এই প্রসঙ্গে তিনি নিজের যুক্তিও পেশ করেন। উল্লেখ ২০২৪ সালে লোকসভা নির্বাচনের প্রাক্কালে একাধিক জায়গায় বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে সহায়তা করারও প্রস্তাব দেন। যে বিষয়ে এদিন উপাচার্যকে জিজ্ঞাসা করা হলে প্রনব ঘোষ বলেন খুব ভাল, সহায়তা নেব, যে সহায়তা করতে চায় আমরা তার কাছে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *