মূল্যবান মনুষ্য জীবন ও কামাখ্যা তীর্থক্ষেত্র : স্বামী আত্মভোলানন্দ(পরিব্রাজক)।।
ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা।নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ।।অর্থ:-যে দেবী সর্বপ্রাণীতে মাতৃরূপে অবস্থিতা, তাঁহাকে নমস্কার। তাঁহাকে নমস্কার। তাঁহাকে নমস্কার, নমস্কার, নমস্কার।ভারতভূমিতে জন্মলাভ করে আমাদের এই সুদুর্লভ মনুষ্য জীবন লাভ। পুণ্যভূমি,পবিত্রভূমি, তপোভূমি আমাদের এই ভারতবর্ষ। শক্তিপীঠ, জ্যোতির্লিঙ্গ, শিবালয়, দেবালয় পবিত্র তীর্থক্ষেত্র বিরাজমান সৌন্দর্যময় আমাদের এই আধ্যাত্মিক দেশ ভারত ভূমিতে। যেমন, আমাদের ৫১ শক্তিপীঠের অন্যতম হল অসমের…

