
জীবন : ঊষসী মুখোপাধ্যায়।।।
ভালো আর মন্দ এই নিয়েই মানুষের জীবন। নদীর ঢেউয়ের মতোই তার ওঠা আর পড়া। নদীর ঢেউয়ের সাথে তুলনা করলে একটা সাদৃশ্য থেকেই যায়। নদী গিয়ে হাজির হয় সমুদ্রে। মানুষের জীবন শেষ হয় মৃত্যুতে। দুটি প্রবাহের মধ্যে কিন্তু পার্থক্য অনেক। নদীর অন্তে মহাজীবন আর মানুষের জীবনের অন্তে মুছে যাওয়া। যদি কেও মনে রাখে, সেও কিছুদিনের জন্য।…