ম্যানচেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক মাহবুব শাহানার নেতৃত্বে একদল গবেষক ও পরিবেশপ্রেমী “এসো নদীর সাথে চলি” কর্মসূচির আওতায় বালুরঘাটে নদী পরিদর্শনে আসেন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নদীতে জলসংকটের প্রভাব ও কারণ খতিয়ে দেখতে ম্যানচেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক মাহবুব শাহানার নেতৃত্বে একদল গবেষক ও পরিবেশপ্রেমী “এসো নদীর সাথে চলি” কর্মসূচির আওতায় বালুরঘাটে নদী পরিদর্শনে আসেন। নদীর জলের হ্রাসের পেছনে বাংলাদেশের রবার ড্যাম এবং বালুরঘাট অংশে চেক ড্যামের প্রভাব কতটা, তা বিশ্লেষণ করাই তাদের লক্ষ্য। অধ্যাপক শাহানা জানান, “নদীর জল কেন শুকিয়ে যাচ্ছে, তা বোঝার পাশাপাশি স্থানীয়দের জীবনযাত্রায় এর প্রভাব এবং এলাকার পরিবেশগত ভারসাম্য কতটা বিঘ্নিত হয়েছে, তা আমরা পর্যালোচনা করছি।”
পরিদর্শনকালে তারা স্থানীয় মানুষজনের সঙ্গেও কথা বলেন। বালুরঘাটের পরিবেশপ্রেমী তুহিন শুভ্র মন্ডল বলেন, “মাহবুব শাহানার নেতৃত্বে আত্রাই নদীকে গবেষণার আওতায় নেওয়া আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই গবেষণার ফলাফল আমরা সরকারের কাছে উপস্থাপন করব।”
নদীর অস্তিত্ব রক্ষায় এই উদ্যোগ পরিবেশ রক্ষার লড়াইয়ে এক বড় পদক্ষেপ বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *