১৯৩৩ সালে প্রতিষ্ঠিত গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের পুরনো ভবন আজ জরাজীর্ণ।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়, ঐতিহ্য ও বিপদের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির পুরনো ভবন আজ জরাজীর্ণ। ছাদের চাঙড় খসে পড়ছে, আতঙ্কে ক্লাস করছে শ’য়ে শ’য়ে পড়ুয়া। ইতিমধ্যে বেশ কয়েকেটি রুম তালাবন্ধ করে দেওয়া হয়েছে। তাতে কি, যদি ভবনটাই ভেঙে পড়ে! এই ভয় বুকে নিয়েই রোজ গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় শুরু হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো ফল পায়নি। গঙ্গারামপুরের প্রাচীনতম এই বিদ্যালয়টি আজ ভগ্নপ্রায়। দ্রুত সংস্কার প্রয়োজন, না হলে যেকোনো সময় ঘটতে পারে বড়োসড়ো কোনো দুর্ঘটনা।

প্রসঙ্গত, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করতে ১৯৩৩ সালে ব্রিটিশ আমলে গঙ্গারামপুরে গড়ে ওঠে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়। এরপর কেটে গেছে প্রায় ৯০ বছর। দীর্ঘদিন সংস্কার না হবার কারণে ব্রিটিশ আমলের গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে ২০১৮ সালের শুরুতে চাঙর ভাঙার ঘটনা ঘটতে শুরু করে। এতে আতঙ্কিত হয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ থেকে পড়ুয়ারা। প্রশাসনকে বিষয়টি জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।

প্রায় ৯০ বছরেরও বেশি পুরনো এই স্কুলের মূল বিল্ডিং -এর ছাদ থেকে ভেঙে পড়ছে চাঙড়। সেই কারণে বিল্ডিংটি প্রায় ভগ্নদশায় পড়ে রয়েছে।

জানা গেছে, ওই বিল্ডিং-এর উপরতলায় যে পাঁচটি ক্লাসরুম রয়েছে তার সবকটি এখন বন্ধ করা হয়েছে। সেই কারণে পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রেও দেখা দিয়েছে সমস্যা।

স্কুল কর্তৃপক্ষ এবিষয়ে জেলা প্রাশাসনকে একাধিকবার জানালেও কোনও লাভ হয়নি। তারা বারবার বিল্ডিংটিকে পুননির্মাণের জন্য আবেদন জানালেও এখনো পর্যন্ত কোনও কাজ শুরু হয়নি বলেই স্কুল সূত্রের খবর।

বাইট রাহুল দেব বর্মন (বিদ্যালয়ের প্রধান শিক্ষক)
সৌমদ্বীপ ঘোষ (বিদ্যালয়ের ছাত্র)
দেবাশীষ সমাদ্দার (district inspector of school)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *