কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা, মঙ্গলবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের পশ্চিম বেলসুর গ্রামে।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — রাস্তা তৈরিতে বেনিয়মের অভিযোগ। ইঞ্জিনিয়ারকে ঘিরে বিক্ষোভ। কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের পশ্চিম বেলসুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে ২ কোটি ৪১ লক্ষ টাকা বরাদ্দে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের পশ্চিম বেলসুর থেকে শুরু করে মালিওর বাঁধ রোড ৩০৫ মোড় পর্যন্ত ১৩৭০ মিটার পেভার ব্লকের কাজ শুরু হয়েছে। অভিযোগ,ঠিকাদার সরকারি সিডিউল না মেনে নিম্নমানের কাজ কাজ করছেন। রাস্তায় সামান্য বালি ছড়িয়ে বসানো হচ্ছে পেভার ব্লক। রাস্তার কাজ শেষ হওয়ার আগেই বাইক ও সাইকেলের চাকায় ভেঙে যাচ্ছে পেভার ব্লক। ভারি যানবাহন চলাচল করলে পেভার ব্লকগুলো ভেঙে দু টুকরো হয়ে যাবে। অল্পদিনের মধ্যেই রাস্তাটি বেহাল হয়ে পড়বে। রাস্তার দুই পাশ নিম্নমানের ঢালাই করা হচ্ছে। ঢালাইয়ে হাত দিলেই ভেঙে যাচ্ছে। ইঞ্জিনিয়ার ও ঠিকাদার কাজের সিডিউল দেখাচ্ছেন না। স্থানীয় বাসিন্দা জামাল হোসেন,জাহাঙ্গীর আলম ও আব্দুল খালেকরা বলেন, ইঞ্জিনিয়ার ও ঠিকাদার সিডিউল না মেনে কাজ করছেন। কাজের শুরু থেকেই অভিযোগ করে আসছি। কোনও কর্ণপাত করছেন না ঠিকাদার ও ইঞ্জিনিয়ার। স্থানীয় কিছু মস্তান কে টাকা খাইয়ে নিম্নমানের কাজ করছেন। বিহার থেকে নিয়ে আসছে বালি ও নিম্নমানের সিমেন্ট। সেই সিমেন্ট দিয়ে রাস্তার দুই পাশ ঢালাই করছেন। পেভার ব্লক নড়বড় করছে। একদিক থেকে পেভার ব্লক বসানো হচ্ছে অপরদিকে বাইক ও সাইকেলের চাকায় ভেঙে যাচ্ছে পেভার ব্লক। এমনকি হাতের সামান্য ভরে উঠে যাচ্ছে পেভার ব্লক। এই ভাবে কাজ করলে রাস্তাটি বেশিদিন টিকবে না। সিডিউল মেনে কাজ না করলে কাজ বন্ধ থাকবে। ইঞ্জিনিয়ার ইজাহারুল হক বলেন, সিডিউল মেনে কাজ হচ্ছে। তবে রাস্তার দুই পাশে ঢালাই কিছুটা খারাপ হয়েছে। সেটা পুনরায় ঢালাই করে দেওয়া হবে। সিডিউল অনুযায়ী দুই ইঞ্চি বালির উপরে পেভার ব্লক বসানোর নিয়ম রয়েছে। ডাস্ট দেওয়ার নিয়ম নেই। রাস্তা মজবুতের জন্য আমরা নিজেরাই দিচ্ছি ডাস্ট। এলাকার মানুষ কাজ বন্ধ করে দিয়েছেন।