ইসরায়েলে যুদ্ধ বন্ধের দাবি নিয়ে মেদিনীপুর শহরে প্রতিবাদ কর্মসূচি।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আমেরিকান সাম্রাজ্যবাদ ও ইসরায়েল যেভাবে প্রতিদিনই প্রতি মিনিটে প্রাণ হারাচ্ছে ‘গাজা’র অগণিত নিরপরাধ শিশু কিশোরসহ সাধারণ মানুষ।এরই প্রতিবাদে সাম্রাজ্যবাদী দেশগুলির সাধারণ মানুষ আজ প্যালেস্টাইনের দাবিগুলোর প্রতি সমর্থন জানাচ্ছে, দাবি জানাচ্ছে যুদ্ধ বন্ধের। এমনকি খোদ ইজরায়েলের শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকরা প্যালেস্টাইনের অধিবাসীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে। ইজরায়েলের এই পৈশাচিক হত্যালীলার প্রতিবাদ জানিয়ে ও যুদ্ধ বন্ধের দাবিতে বুধবার যুদ্ধের বিরুদ্ধে বাম সংগঠনের SUCI দলের শিশু কিশোর সংগঠন কমসোমলের পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা মিছিল সহ কবিতা, সংগীতের মতো সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সৃজনশীল ভঙ্গিমায় ২৬ মার্চ যুদ্ধ বিরোধী প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে। যুদ্ধ বিরোধী এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্টির জেলা কমিটির অন্যতম সদস্য দেবাশিস আইচ এবং কমসোমলের জেলা ইনচার্জ ধ্রুবজ্যোতি প্রামাণিক। তিনি বলেন ‘ আমেরিকান সাম্রাজ্যবাদ ইজরাইল যেভাবে গাজায় হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় বোমা ফেলে নিরীহ মানুষকে খুন করছে তার সবচেয়ে বেশি বলি হচ্ছে শিশু কিশোরেরা হাজার হাজার শিশু আজ অভিভাবকদের হারিয়ে সহায় সম্বলহীনভাবে দিন কাটাচ্ছেন স্বজন হারানোর ক্রন্দন ধ্বনিতে সারা গাঁজা আজ মুখরিত হচ্ছে আমরা মনে করি যুদ্ধের মধ্য দিয়ে কোন সমস্যা সমাধান হয় না অবিলম্বে এই প্রাণঘাতী যুদ্ধ বন্ধ করতে হবে এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করতে হবে।