বুনিয়াদপুরে ট্রাফিক পুলিশের উদ্যোগে শহর প্রানকেন্দ্র চৌপথি এলাকায় ৫১২ নং জাতীয় সড়কে হেলমেড বিহীন বাইক চালকদের থামিয়ে হেলমেড প্রদান।

বুনিয়াদপুর, নিজস্ব সংবাদদাতা :- পথ দুর্ঘটনা এড়াতে রাজ্য সরকারের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইভ প্রকল্প চালু হয়েছে রাজ্য জুড়ে।পথ দুর্ঘটনা এড়াতে মাঝে মধ্যেই রাস্তায় নেমে সচেতন করে ট্রাফিক পুলিশ সাধারণ মানুষদের। জানুয়ারি মাস পথ নিরাপত্তাহ সপ্তাহ হিসাবে পালন করা হয়ে থাকে পুলিশ প্রশাসনের উদ্যোগে। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে ট্রাফিক পুলিশের উদ্যোগে শহর প্রানকেন্দ্র চৌপথি এলাকায় ৫১২ নং জাতীয় সড়কে হেলমেড বিহীন বাইক চালকদের থামিয়ে হেলমেড প্রদান করার পাশাপাশি সচেতন করা হয় যাতে তারা হেলমেড পড়ে বাইক চালায় এবং ট্রাফিম নিয়ম মেনে চলে।
২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে চলছে চলছে সেভ লাইফ সেভ ড্রাইভ প্রকল্পের অধীনে ‘পথ নিরাপত্তা সপ্তাহ’। প্রশাসন সূত্রে জানা যায়, যানবাহন চালকদের ড্রাইভিং লাইসেন্স সরলরীকরণ, চক্ষু পরীক্ষা সহ নানান কর্মসূচি নেওয়া হয়েছে জেলা জুড়ে। এদিন বুনিয়াদপুরে ২০জন হেলমেট বিহীন মোটর বাইক চালককে ট্রাফিক পুলিশ কর্মকর্তারা হেলমেট তুলে দেন এবং পথ নিরাপত্তা সম্পর্কে অবহিত করেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি জয়ত পাল বিশ্বাস, বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার,আরটিও কর্মকর্তা সহ প্রশাসনের আধিকারিকগণ।